মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে ৫৫ জেলেকে আটক করে ৩৭ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একজন প্রতিবন্ধী ও বাকি ১৭ জনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
গত রাত ২টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
লৌহজং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাউছার হামিদের আদালত এ আদেশ দেন।
লৌহজং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযান চালিয়ে প্রায় এক লাখ ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ২৫০ কেজি মা ইলিশ ও মাছ শিকারের একটি নৌকা জব্দ করা হয়েছে। অভিযান শেষে জব্দ জাল পুড়িয়ে ফেলা হয়েছে। জব্দ মাছ ১১টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
Drop your comments: