বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন বলে খবর ছড়িয়ে পড়লেও তা অস্বীকার করেছেন রাসেল ডমিঙ্গো। বিসিবিও উড়িয়ে দিয়েছে এই খবর।
ডমিঙ্গোকে সম্প্রতি টি-টোয়েন্টি দলের দায়িত্ব থেকে মুক্তি দিয়েছে বিসিবি। আপাতত তিনি বাংলাদেশের টেস্ট ও ওয়ানডে দলের প্রধান কোচ। তার সঙ্গে বিসিবির চুক্তি আগামী বছরের নভেম্বর পর্যন্ত।
বাংলাদেশ এবার সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ খেলতে গিয়েছে কোনো প্রধান কোচ ছাড়াই। নতুন নিয়োগ পাওয়া টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম মূলত প্রধান কোচের কাজই করবেন।
এশিয়া কাপের আগে প্রস্তুতি পর্বে থাকার জন্য বাংলাদেশে এসেছিলেন ডমিঙ্গো। তবে টি-টোয়েন্টির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর তিনি দেশে ফিরে যান।
বৃহস্পতিবার কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, বাংলাদেশ দলের কোচের পদ ছেড়ে দিয়েছেন ডমিঙ্গো। সামাজিক যোগাযোগমাধ্যমও দ্রুত সয়লাব হয়ে যায় এই খবরে।
গণমাধ্যমকে ডমিঙ্গো জানালেন, খবরটি সত্যি নয়, “আপাতত খুব বেশি কথা বলতে চাই না। তবে এটুকু বলছি, আমি পদত্যাগ করিনি।”
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসও বিস্ময় প্রকাশ করলেন এই খবরে।
“ডমিঙ্গো কোনো চিঠি বা পদত্যাগপত্র আমাদেরকে দেয়নি, মৌখিকভাবেও এই ধরনের কিছু বলেনি। সে আমাদের প্রধান কোচ, এখনও পর্যন্ত এটিই সত্যি। তার সঙ্গে আমাদের নিয়মিত কথা হচ্ছে। অক্টোবরে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে সফরে সে দুবাই যাবে, এটাও চূড়ান্ত হয়ে আছে। নতুন আর কিছু হয়নি।”
সূত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম