পদত্যাগপত্র জমা দিয়েছেন দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। তারা হলেন- মুরাদ রেজা ও মো. মোমতাজ উদ্দিন ফকির।
রবিবার সকালে রাষ্ট্রপতি বরাবর লেখা পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন মুরাদ রেজা। আর মমতাজ উদ্দিন ফকির অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সলিসিটর অফিসে তার পদত্যাগপত্র জমা দেন। তিনি ব্যক্তিগত কারণ দেখিয়েছেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার তিন দিনের মাথায় তারা পদত্যাগপত্র জমা দিলেন। ফলে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এখন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল থাকলেন শুধু এম এম মুনীর।
Drop your comments: