মো. রাসেল ইসলাম: যশোরের নাভারন ফরেস্ট অফিসের সামনে সড়ক দূর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোরে যশোর বেনাপোল মহাসড়কের নাভারন ফরেস্ট অফিসের সামনে এই দূর্ঘটনা ঘটে বলে জানান নাভারন হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর জয়ন্ত কুমার বসু।
নিহতরা হলেন, শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের সুলতান আহমদের ছেলে নাভারন ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক নাসির উদ্দিন (৬২) ও ঝিকরগাছার নাভারন কলোনীর শ্যাম গাজির ছেলে জাপান বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনে নৈশ প্রহরী আলি বক্স (৬৫)।
নিহত দু’জনই নাভারন ফরেস্টার পাড়ায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীর বরাতে জয়ন্ত কুমার বসু বলেন, নাসির উদ্দিন ও আলি বক্স ভোরে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিলেন। এসময় যশোর থেকে বেনাপোলগামী পণ্যবোঝায় ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। চাপা দেওয়ার পর ট্রাকটি পাশের খাদে পড়ে যায়।
লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকের চালক ও সহকারি পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে বলে জানান নাভারণ হাইওয়ে পুলিশের জয়ন্ত কুমার বসু।