দিনাজপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাগর (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১১ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। সাগর সদর উপজেলার শেখপুরার আমিনুর হকের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই বদিউজ্জামান জানিয়েছেন, ধর্ষণের এজাহার পাওয়ার পরই অভিযান চালিয়ে সাগরকে গ্রেফতার করা
হয়েছে। এই ঘটনায় নূর আলম (১৯) নামে অপর এক আসামিকে গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে। নূর আলম একই এলাকার মাসুদ আলমের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাগর একই এলাকার পঞ্চম শ্রেণির ছাত্রীকে প্রেম নিবেদন ও উত্যক্ত করে আসছিল। এই কাজে তাকে সহায়তা করে অপর আসামি নূর আলম। গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আসামি নূর আলম ভিকটিমকে বাড়ি থেকে ডেকে নিয়ে সাগরের বাড়িতে যায়। ওই সময় সাগরের বাড়িতে কেউ না থাকায় সাগর তার নিজ কক্ষে বিয়ের কথা বলে তাকে ধর্ষণ করে। পরে ভিকটিম নিজ বাড়িতে এসে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। এ ঘটনায় গত শনিবার দিবাগত রাতে ভিকটিমের পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।