পঞ্চগড়ের বোদা উপজেলার আউলিয়ার ঘাটে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের ৪৭ দিন পর শ্রী মতি জয়া রানী নামের (৪) এক শিশু অর্ধগলিত লাশ উদ্ধার হয়েছে। এনিয়ে মোট লাশ উদ্ধার হলো ৭১ জনের৷
শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে জেলার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাটের করতোয়া নদী থেকে লাশটি উদ্ধার করা হয়৷
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, করতোয়া নদীর আউলিয়ার ঘাটের ঘটনাস্থলে পাশেই বালু উত্তোলন করেছিল ওই এলাকার কয়েকজন শ্রমিক। এ সময় বালু উত্তোলন সময় শ্রমিকরা গন্ধ পান। এ সময় নদী থেকে বালু উত্তোলন সময় একটি গলিত লাশ বের হয়ে আসে। পরে সাথে সাথে শ্রমিকরা স্থানীয়দের খবর দেয় এবং বালুর নিচ থেকে লাশটি উদ্ধার করে নদীর তীরে নিয়ে যায়৷
পরে বোদা উপজেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। শিশুর বাবা-মা ও স্বজনরা লাশ শনাক্ত করলে আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আনছার মো. রেজাউল করিম। তিনি বলেন ফায়ার সার্ভিস, পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে বাবা-মায়ের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।
মৃত জয় রানী জেলার সদর উপজেলার কাজলদীঘি ইউনিয়নের ঘাটিয়ার পাড়া এলাকার ধীরেন্দ্রনাথ রায়ের মেয়ে।