
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাবেক স্বামীর বিরুদ্ধে দলীয় মনোনয়ন প্রত্যাশী স্ত্রী। এ নিয়ে উপজেলা ব্যাপী চলছে নানান কৌতুহল। নির্বাচন কমিশনের জারিকৃত তফসিল ঘোষণার পর জানা যায়, আগামী ২৯ ডিসেম্বর ফুলতলা ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার(১৬ নভেম্বর) রাত ৯ টা পর্যন্ত দলীয় মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে মনোনয়নের ফরম জমা দানের শেষ সময় নির্ধারণ ছিল।
এ দিন উপজেলা আওয়ামী লীগের অফিসে দলীয় মনোনয়নের জন্য ১১ জন প্রার্থী তাদের জীবন বৃত্তান্ত জমা দেন। বর্তমান ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাসুক আহমদ এই ইউনিয়নে নির্বাচনে অংশ নিতে আবার ও দলের মনোনয়নের জন্য জীবনবৃত্তান্ত জমা দেন। তার বিরুদ্ধে দলীয় মনোনয়ন পেতে জীবন বৃত্তান্ত জমা দেন সাবেক স্ত্রী শিরিন আক্তার। গত কিছুদিন আগে তাদের মধ্যে পারিবারিক কলহের তৈরী হয়। যা আদালত পর্যন্ত গড়ায়। পরে তালাক দিয়ে স্বামী ত্যাগ করেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিরিন আক্তার। এছাড়াও নৌকা পেতে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মরহুম ফয়াজ আহমদের ছেলে প্রবাসী আব্দুল আলিম শেলু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ডাঃ শওকত আলী, যুবলীগ নেতা সানি পান্ডে, জায়েদ আহমদ, আব্দুল বাছিত ছায়াদ, সাবেক ছাত্রনেতা পিয়াল আহমদ, ছাত্রলীগের সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বর্তমান চেয়ারম্যান মাসুক আহমদ বলেন, এখন উনার (শিরিন আক্তার) সাথে কোন সম্পর্ক নেই। উনি নৌকা চাইতে পারেন। স্ত্রী শিরিন আক্তার বলেন, আমি একজন মহিলা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও মহিলা। তাই আমি দলের কর্মী হিসেবে নৌকার দাবিদার। নৌকা প্রতীক পেলে নির্বাচন করবো। ফুলতলা ইউনিয়নের মানুষ আমাকে ভালোবাসে। দীর্ঘদিন ওখানে মানুষের সেবা করেছি। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া জানান, সর্বমোট ১১ জনের জীবনবৃত্তান্ত আমাদের কাছে জমা হয়েছে। সবগুলো তালিকা জেলায় পাঠাবো। সেখানে থেকে যাচাই বাছাই করে নেতৃবৃন্দ কেন্দ্রে পাঠাবেন। তখনি সিদ্ধান্ত আসবে কে হবে নৌকার মাঝি।