নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে হিমাচল পরিবহন নামক বাসের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছে।
নিহত নারীর নাম সাবিহা (৫০) সে বেগমগঞ্জ উপজেলার কাদিপুর গ্রামের সেকান্তর উকিলের বাড়ির মৃত আবদুস সাত্তারের স্ত্রী।
মঙ্গলবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ-কুমিল্লা আঞ্চলিক মহা সড়কের জয়নাল আবদীন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাবেহা পেশায় একজন ঝি ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে জয়নাল আবদীন স্কুলের সামনে দিয়ে সড়ক পার হওয়ার সময় ফেনী থেকে ছেড়ে আসা মাইজদীগামী যাত্রীবাহী হিমাচল পরিবহনের একটি বাস সাবিহাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশকে জানালে তারা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, লিখিত অভিযোগের আলোকে পরবর্তীতে এ ঘটনায় আইন গত প্রদক্ষেপ নেওয়া হবে।