বাংলা এক্সপ্রেস ডেস্কঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদে সরকারি নির্দেশনা অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রেখে জুমার নামাজ আদায়ের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মুসল্লিদের পক্ষে কমিটির এক সদস্যকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১ মে) জুমার নামাজের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ এই অভিযান পরিচালনা করেন। এদিকে তিনি নিজেই ওই মসজিদ কমিটির সভাপতি দায়িত্বে আছেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের দেওয়া নিষেধাজ্ঞা অমান্য করে এবং সামাজিক দূরত্ব বজায় না রেখে প্রায় ১০০ মুসল্লির নামাজ আদায় করার খবর পাই। এরপর এই অভিযান পরিচালনা করা হয়। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে উপস্থিত সকল মুসল্লিদের পক্ষ থেকে মসজিদ কমিটির এক সদস্যকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।’
তিনি আরও বলেন, ‘করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং সরকারের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মুসল্লিদের সর্তক করা হয়েছে। এই সময় সামাজিক দূরত্ব বজায় রেখে যার যার বাড়িতে নামাজ পড়ার জন্য আলেম সমাজকে অনুরোধ করা হয়েছে।’