নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সুবর্ণচরে এক বৃদ্ধা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চরজব্বার থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নিহত সামসুর নাহার (৮২) উপজেলার চরজব্বার ইউনিয়নের চরহাসান গ্রামের এলাকার মৃত আবদুল কাদেরের স্ত্রী। রোববার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে সকাল ৯টার দিকে উপজেলার চরহাসান গ্রামের ভূঁইয়ারহাট এলাকা থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন পরিবারের দাবি বেশ কিছু দিন ধরে তিনি পেট ব্যথায় ভুগছিলেন। গতকাল শনিবার দিবাগত রাতে তারাবির নামাজের পর পরিবারের সদস্যদের অগোচরে ঘরের পাশে থাকা গাছের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস দেন তিনি। এক পর্যায়ে ভোর রাতে ঘরের পাশে গাছের সাথে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।
ওসি জিয়াউল হক বলেন খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।