নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। দেশের ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে তারা ড. মুহাম্মদ ইউনূসের গত দুই বছরের লেনদেনের তথ্যও চেয়েছে।
অর্থ পাচার ও সন্ত্রাসীদের অর্থায়ন বন্ধের জন্য দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সংস্থাটি গত ২০ জানুয়ারি ব্যাংকগুলোকে চিঠি দেয়। ব্যাংকগুলোকে তিন কর্মদিবসের মধ্যে তথ্য সরবরাহ করতে বলা হয়।
ক্ষুদ্র ঋণের পথিকৃৎ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. ইউনূসের ব্যাংক হিসাব চাওয়ার পেছনে কোনো কারণ উল্লেখ করেনি বিএফআইইউ।
এ ব্যাপারে জানতে চাইলে বিএফআইইউ’র প্রধান মো. মাসুদ বিশ্বাস কোনো মন্তব্য করেননি।
৮১ বছর বয়সী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন।
Drop your comments: