পোখারায় ৭২ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে নেপালের ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান। দুর্ঘটনায় ৪০ জন নিহত হয়েছেন। খবর কাঠমান্ডু পোস্ট’র।
বিমানে ৬৮ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন। এর মধ্যে ৫৩ জন নেপালি, ৫ জন ভারতীয়, ৪ জন রাশিয়ান ও ২ জন কোরিয়ান ছিলেন। একই সাথে আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা এবং ফ্রান্সের একজন করে নাগরিক ছিলেন।
বিমান বিধ্বস্তের খবরটি নিশ্চিত করেছেন পোখারা বিমানবন্দরের ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতাওলা। বিমানটি কাঠমান্ডু থেকে পোখারায় যাচ্ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিমান বিধ্বস্তের ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বিরাট ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
প্রাথমিক প্রতিবেদনে জানা যায়, পোখারা বিমানবন্দর থেকে দেড় কিলোমিটার দূরে ল্যান্ডিং করার সময় ঘটনাটি ঘটে। বৈরি আবহাওয়ার জন্য এমনটি হতে পারে বলে জানিয়েছে ইন্ডিয়া টিভির এক প্রতিবেদন।
হেলিকপ্টারে করে উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছেছেন। উদ্ধারকাজে ২০০ জন নেপালি যুক্ত আছেন।