দক্ষিণ এশিয়ার দেশ নেপালে একদিনে চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার (৩ অক্টোবরের) এই প্রাকৃতিক দুর্যোগে কেঁপেছে ভারতের রাজধানী দিল্লিসহ দেশটির উত্তরাঞ্চলও।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য মতে, নেপালে আজকের দিনে হওয়া সবচেয়ে বড় ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ছয় দশমিক দুই। স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল মাত্র পাঁচ কিলোমিটার। খবর এনডিটিভির।
প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যমটি জানায়, স্থানীয় সময় দুপুর ২টা ২৫ মিনিটে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল চার দশমিক ছয়। গভীরতা মাত্র ১০ কিলোমিটার। আর পরের ভূমিকম্পটি অনুভূত হয় ২টা ৫১ মিনিটে। শক্তিশালী এই ভূমিকম্পে কেঁপে ওঠে ভারতের উত্তরাঞ্চলও।
এই ভূমিকম্পের পর দুবার আফটার শক হয়েছে। ৩টা ৬ মিনিট ও ৩টা ১৯ মিনিটে আফটার শক অনুভূত হয়।