বিহার সীমান্তে নেপালি সীমান্তরক্ষীর গুলিতে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরো দুই ভারতীয় । তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে বিহারের সীতামারী সংলগ্ন ইন্দো-নেপাল সীমান্ত সংলগ্ন এলাকায় এঘটনায় ঘটে। সীমান্তে নজদারির দায়িত্ব থাকা বাহিনী সশস্ত্র সীমা বল (এসএসবি) এর ডিজি ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে জানান, শুক্রবার সকাল ৮টা ৪০ মিনিটে এই ঘটনা ঘটেছে।নেপালি সীমান্তরক্ষী বাহিনী লগন যাদব নামে এক ভারতীয়কে গ্রেপ্তার করেছে ।
এসএসবি’র পাটনা ফ্রন্টিয়ারের আইজি সঞ্জয় কুমার বলেন, ‘আমাদের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। স্থানীয়দের সঙ্গে নেপালের সশস্ত্র বাহিনীর সংঘর্ষে এক জন নিহত ও দুজন গুলিবিদ্ধ হয়েছেন।’
হিন্দুস্থান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিকাশ যাদব নামের ২২ বছরের নিহত যুবকের পেটে গুলি লেগেছিল।
আহত উমেশ রাম আর উদয় ঠাকুরকে সীতামারীর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্প্রতি সীমানা নিয়ে ভারত ও নেপালের মধ্যে উত্তেজনা শুরু হয়। নেপাল ভারতের দাবি করা তিনটি এলাকা নিজেদের দাবি করে মানচিত্র প্রকাশ করেছে ।