বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, আইনপ্রয়োগকারী সংস্থাগুলো সরকারের নির্দেশে বিএনপির চলমান আন্দোলন নস্যাৎ করার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, ‘জেলা-উপজেলা পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের তথ্য সংগ্রহ করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগ বেআইনি ও সংবিধান পরিপন্থি। অসৎ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।’
শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।
মির্জা ফখরুল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ধরনের স্বেচ্ছাচারী আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘সরকার নিজেদের ক্ষমতায় থাকতে বিরোধী দলের আন্দোলন দমিয়ে রাখতে চায়। কোনো নির্দিষ্ট বাহিনী নয়, সরকারের ওপর নিষেধাজ্ঞা আসা উচিত। কারন সিদ্ধান্ত সরকারের কাছ থেকে আসে।’
মির্জা ফখরুল বলেন, ‘সরকার চায় না বিরোধীদল নির্বাচনে আসুক, ফাঁকা মাঠে গোল দিতে চায়, ওয়াকওভার চায়। তবে দেশের মানুষ এবার তা হতে দেবে না।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘বিএনপির দাবি আদায় না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে আলোচনার কোনো সুযোগ নেই। তাদেরকে ক্ষমতা থেকে সরে যেতে হবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল প্রমুখ