নিজ স্কুলের ছাত্র-ছাত্রীসহ আশপাশের স্কুলগুলোতে ইংরেজি শিক্ষা সহজতর করার লক্ষ্যে গোলাপগঞ্জ উপজেলার (সিলেট) ভাদেশ্বর ইউপির মীরগঞ্জ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নূরুল ইসলাম ‘wakif Conceptual English Gramar’ নামে ইংরেজি গ্রামার বই রচনা করেছেন।
মীরগঞ্জ স্কুলের সিনিয়র শিক্ষক ও গ্রামার বইয়ের রচিতা নূরুল ইসলাম জানান, “শিক্ষা বোর্ডের অনুমোদিত বইয়ের পাশাপাশি ইংরেজি ভাষা শিক্ষা ও পাঠ্যবইয়ের সহযোগিতার লক্ষ্যে আমার এই উদ্যোগ। আমার স্কুলের পাশাপাশি আপাতত আশেপাশের কিছু স্কুলের ছাত্রদের মাঝে বইটি বিতরণ করার ইচ্ছে আছে। এই গ্রামারের মাধ্যমে সাধারণ ছাত্ররা ক্লাসের পড়া অথবা ইংরেজি শিখার ক্ষেত্রে আশানুরূপ সহযোগিতা পাবে। বইটি ষষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত হলেও দুই একটি পার্ট ছাড়া দ্বাদশ শ্রেণিতেও কাজে লাগানো যাবে।”
আগামীতে দ্বাদশ শ্রেণির বেলায় প্রযোজ্য এমন পূর্ণাঙ্গ গ্রামার রচনার কথাও জানান নূরুল ইসলাম। ১৬০ পৃষ্ঠার গ্রামার বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।
নূরুল ইসলাম ১৯৮৩ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্রীঘর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বি,এস,সি সম্মানে ফার্স্ট ক্লাসসহ ফার্স্ট ক্লাস প্রাপ্তির মাধ্যমে এম,এস,এস ডিগ্রি অর্জন করেন। ২০০৯ সাল থেকে কর্মজীবন শুরু করেন তিনি। ২০১০ সাল থেকে মীরগঞ্জ স্কুলের ইংরেজি শিক্ষক হিসেবে নিয়োগ পান।