চট্টগ্রাম জে এম সেন হলের পূজামণ্ডপসহ দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলায় জড়িত থাকার অভিযোগ এনে এবং জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নুরুল হক নুর ও রেজা কিবরিয়ার ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করে সংগঠনটি। এরপর বিক্ষোভকারীরা শাহবাগ অবরোধ ও সমাবেশ করে।
সমাবেশে সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, সম্প্রতি চট্টগ্রামের জে এম সেন হলের পূজামণ্ডপসহ দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। এসব সাম্প্রদায়িক হামলায় নেতৃত্ব দেওয়ার অপরাধে জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদকে নিষিদ্ধসহ হামলার মদতদাতা রেজা কিবরিয়া ও নুরুল হক নুর গংকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ দুই দফা দাবি জানায়। তাদের দাবিগুলো হলো, চট্টগ্রামের জে এম সেন হলের পূজামণ্ডপসহ দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলার মদতদাতা রেজা কিবরিয়া ও নুরুল হক নুর গংদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং জঙ্গি, সাম্প্রদায়িক ও সন্ত্রাসী সংগঠন গণঅধিকার পরিষদসহ ছাত্র ও যুব অধিকার পরিষদকে নিষিদ্ধ ঘোষণা করা।
সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ প্রমুখ।