শনিবার থেকে কার্যকর হচ্ছে বাংলাদেশিদের ওমান প্রবেশে নিষেধাজ্ঞা। তবে ওমানের জাতীয় বিমান সংস্থা ওমান এয়ার জানিয়েছে, তারা ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করবে।
ওমান এয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমের সাথে কথা বলে নিশ্চিত করেছেন যে, তারা দক্ষিণ এশিয়ার তিনটি দেশ থেকে যাত্রীদের ওমানে প্রবেশ শনিবার থেকে নিষিদ্ধ করছে। তবে তারা এই তিনটি দেশে শুধু তাদের দেশ থেকে যাত্রী নিয়ে ফ্লাইট পরিচালনা করবে।
এই দেশগুলোতে যাত্রী নেওয়ার কোনো বিধিনিষেধ না থাকায় ভারত ও পাকিস্তানে সাধারণ নির্ধারিত কার্যক্রম পরিচালনা করবে। ফ্লাইট পরিচালনাকালীন গন্তব্যস্থল ও ওমানের কোভিড-১৯ প্রোটোকল অনুসরণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও জানায় সংস্থাটি।
ভারত ও পাকিস্তানে নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হলেও ঢাকায় সাপ্তাহিক তিনটি ফ্লাইট পরিচালনা করবে ওমানের জাতীয় বিমান সংস্থা ওমান এয়ার।
সংস্থাটির এ সিদ্ধান্তে বাংলাদেশে ভ্রমণে ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশে ফিরতে আর কোনো প্রতিবন্ধকতা থাকল না।