নিষেধাজ্ঞার মধ্যেই আকাশপথে একের পর এক করোনাভাইরাসে আক্রান্ত রোগী আসছে। গত এক সপ্তাহে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ধরনের সাত রোগী শনাক্ত হয়েছে।বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ করোনা রোগী পেলে ম্যাজিস্ট্রেট আদালতে পাঠাচ্ছে।
এরপর সংশ্লিষ্ট যাত্রীকে সতর্ক করা ও কোয়ারেন্টাইন এবং এয়ারলাইনসকে নামমাত্র জরিমানা করা হচ্ছে।
এয়ারলাইনসগুলো নিষেধাজ্ঞা অমান্য করে বারবার করোনা নেগেটিভ সনদ ছাড়া যাত্রী বহন করলেও তা তদন্তের উদ্যোগ নেই। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো তদন্ত কমিটি করা হয়নি বলে জানিয়েছে বিমানবন্দর কর্র্তৃপক্ষ।
এ বিষয়ে ঢাকার জেলার সিভিল সার্জন ড. মাইনুল হাসান বলেন, ‘এটি স্বাস্থ্য বিভাগের দায়িত্ব নয়। বেবিচকের নিষেধাজ্ঞা অমান্য করে যেসব এয়ারলাইনস সনদবিহীন যাত্রী ও করোনা আক্রান্তদের বহন করছে, তাদের আমরা বিমানবন্দর ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়ে দিচ্ছি।
সেখানে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এয়ারলাইনসগুলো কেন নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী আনছে, তা তদন্ত বা দেখভালের দায়িত্ব সিভিল এভিয়েশনের; সিভিল সার্জনের নয়।’