![InShot_20231227_184233222](https://banglaexpressonline.com/wp-content/uploads/2023/12/InShot_20231227_184233222.jpg)
নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের কোনো চাপ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার (২৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, অবাধ ও সুষ্ঠু এবং সংঘাতহীন নির্বাচন করার বিষয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। নির্বাচনের স্বতন্ত্রী প্রার্থী বেশি হলেও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না।
তিনি বলেন, ভারত, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন আমাদের বন্ধু। তারা আমাদের উন্নয়ন সহযোগী। তাদের সঙ্গে আমাদের অনেক দিনের সম্পর্ক। আমেরিকা সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক।
তিনি আরও বলেন, এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানোই বড় চ্যালেঞ্জ। দাবি করেন, নেতৃত্বের গাফিলতি ও সন্ত্রাসী আচরণের জন্য বিদেশিদের আস্থা হারিয়েছে বিএনপি। দলের লোক স্বতন্ত্র প্রার্থী হলেও আসছে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বিদেশিদের আপত্তি থাকবে না বলেও মনে করেন পররাষ্ট্র মন্ত্রী।