
আগামী ৭ই জানুয়ারির নির্বাচন বর্জনের ডাকে বিএনপির ঘোষিত কর্মসূচির বাইরে ‘ব্যতিক্রমী’ কর্মসূচি পালন করেছে বিএনপির নেতা কর্মীরা। তারা নির্বাচন কমিশনারকে লাল কার্ড প্রদর্শন করেছে। রোববার (৩১ ডিসেম্বর) সকালে ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমানের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
এছাড়া নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছে প্রচারপত্র বিলি করেন বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, কৃষক দলের সভাপতি শফিউল ইসলাম শফি, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, সাবেক কাউন্সিলর শরিফুজ্জামান মুন অংশ নেন।
Drop your comments: