নির্বাচনের নামে দেশে তামাশা চলছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।
সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে কারচুপির অভিযোগ তুলে এর প্রতিবাদে ও ফলাফল বাতিলের দাবিতে সোমবার (১৯ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। টালবাহানা বাদ দিয়ে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।
সোমবার বেলা ১১টার দিকে শুরু হওয়া এ কর্মসূচিতে যোগ দেন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। কর্মী-সমর্থকদের ভিড়ে রাস্তায় যানবাহন ও মানুষজনের চলাচলে সমস্যা দেখা দেয়।
কর্মসূচিকে কেন্দ্র করে প্রেসক্লাব এলাকার নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।
প্রায় ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করেন। নির্বাচন কমিশনের দায়িত্বশীলদের কোনো লাজলজ্জা নেই বলে মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তা প্রমাণ করতেই বিএনপি নির্বাচনে অংশ নেয়।
ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে ৫ শতাংশের বেশি ভোট পড়েনি বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।