ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের নির্বাচনী প্রচারণায় গিয়ে বাধার শিকার হয়েছেন ওই আসনের স্বতন্ত্রপ্রার্থী হিরো আলম। এসময় তিনিসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন হিরো আলম।
বুধবার (৫ জুলাই) দুপুর পোন ১টার দিকে রাজধানীর মহাখালীর সাততলা বস্তির সামনের জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতালের গেইট এলাকায় এই ঘটনা ঘটে। হিরো আলমের অভিযোগ- জয় বাংলা স্লোগান দিয়ে তার নির্বাচনী কাজে বাধা দিয়েছে।
তিনি বলেন, নির্বাচনী প্রচারণা হিসেবে আজকে প্রথম দিন ছিল। কিন্তু এলাকায় এসে প্রচারণা শুরু করলে হঠাৎ কয়েকজন নারী পুরুষ অতর্কিত আমাদের দিকে ধাক্কা-ধাক্কি শুরু করে। এক পর্যায়ে আমাদের গায়েও হাত তুলেছে। পরে কোনো মতে জীবন নিয়ে সেখান থেকে পালিয়ে আসি আমরা।
Drop your comments: