টাঙ্গাইলে সরকারি নির্দেশনা অমান্য করে করোনাকালে কোচিং সেন্টার পরিচালনা করার ঘটনায় একটি সেন্টার সিলগালা ও মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরের দিকে শহরের কলেজগেট এলাকায় ফরহাদ ক্যাডেট অ্যাকাডেমি নামের কোচিং সেন্টারের বিরুদ্ধে এই সিদ্ধান্ত দেওয়া হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাপস পাল ও সালাহউদ্দিন আইয়ুবী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ম্যাজিস্ট্রেট তাপস পাল বলেন, ‘করোনাকালে সরকারি সিদ্ধান্তে দেশের সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও প্রাইভেট কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে। তারপরও টাঙ্গাইল শহরের ফরহাদ কোচিং সেন্টারে নির্দেশ অমান্য করে শিক্ষার্থীদের কোচিং করানো হচ্ছিলো। এ খবরে ওই কোচিং সেন্টারে অভিযান চালালে বিষয়টির সত্যতা পাওয়া যায়।’
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ফরহাদুজ্জামানকে পাঁচ হাজার টাকা জরিমানা ও কোচিং সেন্টারটি সিলগালা করা হয়েছে বলে জানান তিনি।