বিশ্বের অন্যতম সুনামখ্যাত এয়ারলাইনস ব্রিটিশ এয়ারওয়েজ ফের ঢাকায় তাদের কার্যক্রম শুরু করতে চায়। ঢাকা-লন্ডন রুটে যাত্রী পরিবহন করার জন্য সংস্থাটির আবেদন বিবেচনা করছে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি।
এই এয়ারলাইনসের কার্যক্রম আবার চালু হলে তা দেশের বিনিয়োগের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে এবং বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে বিভিন্ন দেশ ও সংস্থার আশঙ্কা দূর হবে বলে মনে করছে সরকার।
৩৪ বছর ধারাবাহিকভাবে ফ্লাইট চালানোর পর ২০০৯ সালের ২৯ মার্চ ঢাকা-লন্ডন রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে ব্রিটিশ এয়ারওয়েজ।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মুহিবুল হক বলেন, ‘ব্রিটিশ এয়ারওয়েজের আবেদন সিভিল এভিয়েশন অথরিটির বিবেচনায় রয়েছে। তাদের ফিরে আসতে চাওয়ার মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন ও সেবার মান বৃদ্ধি একটি অন্যতম কারণ। আগের যেকোনো সময়ের চেয়ে বিমানবন্দরের নিরাপত্তা এখন ভালো অবস্থায় রয়েছে।’