গাজীপুরের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ছয় দিন পর তার মরদেহ উদ্ধার হলো। জেলার চাপুলিয়া স্কুল এলাকার রেলপথের পাশের একটি ঝোপ থেকে এ অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।
নিখোঁজের ৬ দিন পর গাজীপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মরদেহ উদ্ধার
রোববার (৯ জানুয়ারি) সকালে মহানগরের চাপুলিয়া এলাকায় রেললাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ক্রাইম সিন ইউনিট, র্যাব ও পুলিশ গিয়ে ঝোপঝাড় থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
স্বজনরা জানান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল বারি (সেনা নম্বর ১২১৯৪৭৭ সৈনিক গানার) গত ৩ জানুয়ারি বাসা থেকে খেজুরের রস আনতে গিয়ে নিখোঁজ হন। খোঁজাখুঁজির পরও কোথাও না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী পারভীন।
এদিকে হত্যার সঠিক কারণ না জানা গেলেও এক প্রতিবেশীর দাবি, কর্মস্থলে ইন্সপেকশন নিয়ে কারও সঙ্গে দ্বন্দ্ব চলছিল তার।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. জাকির হোসেন জানান, ২০১৫ সালে সেনাবাহিনী থেকে অবসরে যান আব্দুল বারি। এর চার বছর পর বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি-৩ সুপারভাইজার হিসেবে যোগদান করেন তিনি। হত্যার রহস্য উন্মোচনে কাজ চলছে।