ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন, নিউ সুপার মার্কেটের আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি আগুন নিভতে সময় লাগবে।
শনিবার (১৫ এপ্রিল) সকাল ১০ টা ২০ মিনিটে দেয়া এক বিবৃতিতে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান ফায়ার সার্ভিসের ডিজি। তিনি জানান, আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ১২ দমকলকর্মী। আহত ৫ দোকান কর্মচারীকে নেয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
ফায়ার সার্ভিসের ডিজি বলেন, আগুন সকাল ৯টা ১০ মিনিটের দিকেই নিয়ন্ত্রণে এসেছে। নিরাপত্তার স্বার্থে একটু দেরিতে জানানো হচ্ছে। তবে এ আগুন পুরোপুরি নেভাতে করতে আরও সময় লাগবে। যেহেতু এটা কাপড়ের মার্কেট। তাই, এখানকার সবই মোটামুটি দাহ্য পদার্থ। তাই আগুন পুরোপুরি নেভাতে আমাদের আরও সময় প্রয়োজন। এখন আগুন পুরোপুরি নেভানো ও ডাম্পিং এর কাজ চলছে। এজন্য ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। এখানকার আগুন অনেকটাই বঙ্গবাজারে লাগা আগুনের মতো, এজন্যই সময় লাগবে।
ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন আরও বলেন, সবাই সচেতন হলে এ রকম অগ্নিকাণ্ডের ঘটনা এড়ানো সম্ভব। সচেতন হওয়ার জন্য এতো বার এতো কিছু বলেছি। কিন্তু, তবুও মানুষ সচেতন হচ্ছে না। একটু সচেতন হলেই কিন্তু আমরা এসব অগ্নিকাণ্ড থেকে নিরাপদ থাকতে পারি।
ডিজি বলেন, এই আগুনের ঘটনা নাশকতা কিনা তা খতিয়ে দেখা দরকার। শুনেছি রাতে ওভারব্রিজের সংস্কারের কাজ করছিল সিটি কর্পোরেশন। সেখান থেকে আগুন লেগেছে বলেও অভিযোগ পাওয়া গেছে, তবে তা নিশ্চিত হওয়া যায়নি।
ডিজি জানান, নিউ সুপার মার্কেটের আগুনে আহত হয়েছেন এখন পর্যন্ত ১২ জন ফায়ার ফাইটার ও একজন সেচ্ছাসেবক। এছাড়া আগুন নেভাতে আসা ৫ কর্মচারিও আহত হয়েছেন। তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, ২০১৬ সালে ঢাকা (দক্ষিণ) সিটি করপোরেশন নিউ সুপার মার্কেটের এ ভবনটিকে অগ্নিঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে। গত কয়েকদিন আগেই অনেকটা একই সময়ে সংঘটিত অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় রাজধানীর বঙ্গবাজার মার্কেট।