সদ্য প্রয়াত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেইসবুকে বিরূপ মন্তব্য করার অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া শিক্ষক সিরাজাম মুনিরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) রবিউল ইসলাম জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে রংপুর শহরের সদরপাড়া এলাকা থেকে শনিবার রাত ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তফা কামালের ডিজিটাল নিরাপত্তা আইনে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে বাংলা বিভাগের প্রভাষক সিরাজুম মুনিরা তার ফেসবুক পেজে মোহাম্মদ নাসিমকে নিয়ে ব্যাঙ্গাত্মক স্ট্যাটাস দেন। তার এই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।