
মাঠে নারী পুলিশের প্রশিক্ষণ চলছিল। সেখানে এক নারী পুলিশের সাথে তার শিশু সন্তানও আসে। কিন্তু বাহিনীর সদস্যরা যখন কুচকাওয়াজের ছন্দে আগ-পিছ করছিলেন তখন মাঠের এক পাশে থাকা শিশুটি দ্রুত দৌড়ে এসে তাদের অনুকরণ করতে থাকে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অবশ্য ভিডিওটি কবে কোথায় ধারণ করা সে সম্পর্কে কিছুই লেখা হয়নি।
শুক্রবার (১৪ জানুয়ারি) মাত্র ২১ সেকেন্ডের এই ভিডিওটি ফেইসবুকে পোস্ট করেছেন ঢাকা মহানগরী দক্ষিণের পিবিআই’র এসপি রহমান শেলী।
ক্যাপশনে শেলী লেখেন, ‘মা এসেছেন প্রশিক্ষণে। আমি মাকে দেখতে এসেছি। মায়ের সাথে এট্টুখানি আমিও প্রশিক্ষণে অংশগ্রহণ করি। মা অনেক কঠিন প্রশিক্ষণ গ্রহণ করছেন। মা দেশ ও দশের কল্যাণের জন্য তৈরি হচ্ছেন। আই লাভ মা। আই লাভ বাংলাদেশ পুলিশ’।
Drop your comments: