ছেলেদের যুব বিশ্বকাপ শুরু হয়েছে সেই ১৯৯৮ সালে। তবে মেয়েদের ক্ষেত্রে এমন কোনো টুর্নামেন্ট ছিল না এতদিন। বহুল প্রতীক্ষার অবসান ঘটছে ২০২৩ সালে। জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় বসবে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। আর টুর্নামেন্টের প্রথম দিনেই (১৪ই জানুয়ারি) অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ দল। ছেলেদের যুব বিশ্বকাপের মতো মেয়েদের এই আসরেও অংশ নেবে ১৬টি দল। ১৫ দিনে হবে মোট ৪১টি ম্যাচ। পচেফস্ট্রুম ও বেনোনির চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এ দুটি শহরে ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল। সে আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব করে বাংলাদেশ দল।
আইসিসির পূর্ণ সদস্য ১২ দেশের মধ্যে আফগানিস্তান ছাড়া ১১টি দেশ খেলবে এই টুর্নামেন্টে। সঙ্গে থাকছে ৫টি সহযোগী সদস্যদেশ। সহযোগী দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া ও রুয়ান্ডা প্রথমবার আইসিসি’র কোনো বিশ্বকাপে অংশ নিচ্ছে। পাপুয়া নিউগিনিকে হারিয়ে এশিয়া থেকে ইন্দোনেশিয়া প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেয়। আর তানজানিয়াকে হারিয়ে প্রথমবারের মতো মূল পর্বের টিকিট কাটে আফ্রিকার অপর দেশ রুয়ান্ডা।
১৬টি দলকে ভাগ করা হয়েছে ৪ গ্রুপে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে পাকিস্তানের সঙ্গে আছে ইংল্যান্ড, জিম্বাবুয়ে ও রুয়ান্ডা। আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং ইন্দোনেশিয়া পড়েছে ‘সি’ গ্রুপে। আর স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সঙ্গে ‘ডি’ গ্রুপে আছে ভারত, স্কটল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।
গ্রুপ পর্বে বাংলাদেশ দলের ৩ ম্যাচ যথাক্রমে ১৪, ১৬ ও ১৮ই জানুয়ারি। প্রতি গ্রুপের শীর্ষ ৩ দল জায়গা পাবে সুপার সিক্স পর্বে। পচেফস্ট্রুমের জেবি মার্কস ওভালে ২৭শে জানুয়ারি দুই সেমিফাইনাল আর ২৯শে জানুয়ারি একই ভেন্যুতে হবে ফাইনাল ম্যাচ। সেমিফাইনাল ও ফাইনালের জন্য একদিন করে রিজার্ভ ডে রাখা হয়েছে।
বাংলাদেশের ম্যাচ সূচি
১৪ই জানুয়ারি বনাম অস্ট্রেলিয়া (উইলোমুর পার্ক, বেনোনি)
১৬ই জানুয়ারি বনাম শ্রীলঙ্কা (উইলোমুর পার্ক বি, বেনোনি)
১৮ই জানুয়ারি বনাম যুক্তরাষ্ট্র (উইলোমুর পার্ক বি, বেনোনি)