বাংলা এক্সপ্রেস প্রতিনিধিঃ নারীদের পেছনে রেখে নয়, সঙ্গে নিয়ে বিশ্ব গড়তে হবে। বাংলাদেশ নারী ক্ষমতায়নের ক্ষেত্রে বিশ্বের যেকোনো দেশ থেকে এগিয়ে। আমাদের দেশে প্রধানমন্ত্রী থেকে শুরু করে জাতীয় সংসদের স্পিকার, বিরোধী দলীয় নেত্রী, একাধিক মন্ত্রী নারী৷ বাংলাদেশে নারীদের ক্ষমতায়নের উৎপত্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে হয়েছে।
আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দুবাই এক্সপোতে আয়োজিত ব্রেক দ্যা বিয়াস অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমার পিতা আমারা দুই বোনকে ছোট বেলায় নারীদের সম্মান জানাতে শিখিয়েছেন৷ এসব শিক্ষাই আমার জীবনে চলার পথে সহযোগিতা করেছে। তাছাড়া নারী হচ্ছে মা জাতি। মায়েদের সুযোগ সুবিধা বেশি থাকাটাই স্বাভাবিক, মায়ের ক্ষমতা বেশি হওয়াই উচিৎ।
তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে পুরুষ সহকর্মীরা সসহযোগিতা করে যাচ্ছেন যা খুবই প্রেরণার। শুধু রাষ্ট্র পরিচালনা নয়, বাংলাদেশের প্রশাসন, ব্যবসা-বাণিজ্যে নিজেদের স্থান করে নিয়ছে৷ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নারীদের ভুমিকা অতুলনীয়।
সেমিনারের উদ্বোধনী বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন প্রতিমন্ত্রী ও এক্সপোর ম্যানেজিং ডিরেক্টর রীম আল হাশিমি বলেন, আজ আমরা দাঁড়িয়ে আছি নারী ক্ষমতায়নের চমৎকার এক সময়ে৷ এই সময়ে নারী-পুরুষ একসঙ্গে বিশ্ব সাজাচ্ছে৷
বক্তব্য রাখেন, জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা মুহাম্মদ, আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ড. আনোয়ার মুহাম্মদ গারগাস৷
সেমিনার শেষে বাংলাদেশ প্যাভিলিয়ন ও ইউএই প্যাভিলিয়ন ঘুরে দেখেন শেখ হাসিনা।
এদিকে সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।