নারীদের জন্য নিরাপদতম দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধীন ইন্সটিটিউট ফর উইম্যান, পিস অ্যান্ড সিকিউরিটির পরিচালিত ‘উইম্যান, পিস অ্যান্ড সিকিউরিটি ইনডেক্স ২০২১’ শীর্ষক জরিপের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাত থেকে জরিপে অংশ নেয়া ১৫ বছর বা তার বেশী বয়সী নারীদের মধ্যে ৯৮.৫ ভাগই জবাব দিয়েছেন, তারা ‘রাতেও শহরে বা তাদের বসবাসের এলাকায় একাকী চলায় নিরাপদ বোধ করেন।’
অপরদিকে ৯৬.৯ ভাগ অংশগ্রহণকারীর ইতিবাচক জবাব নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর।
অন্যদিকে তালিকার সর্বশেষে আফগানিস্তান ও সিরিয়া অবস্থান করছে।
Drop your comments: