নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় গত ১৩ সেপ্টেম্বর আনুমানিক রাত ভোর ৪ ঘটিকায় দোকানের উপরের চালের টিন ও নিরাপত্তা জাল বুনা রড কেটে আর কে স্টুডিও নামের দোকানে দুর্ধর্ষ চুরি হয়। উক্ত ঘঠনা কে কেন্দ্র করে গত ১৫ সেপ্টেম্বর অজ্ঞাত নামা একটি অভিযোগ দায়ের করেন সোনারগাঁ থানার আওতাধীন তালতলা তথ্য কেন্দ্রে দোকান মালিক আব্দুল্লাহ(৩২)।
পরবর্তী সময়ে চোর কে চিহ্নিত করে সোনারগাঁ থানায় গত ১৭ই সেপ্টেম্বর পুনরায় সোনারগাঁ থানায় লিখত অভিযোগ দায়েল করেন। থানায় লিখত অভিযোগের তথ্য অনুযায়ী নগদ আসবাবপত্র ক্রয়ের নগদ ১ লক্ষ টাকা ও দোকান মামলা প্রায় ১লক্ষ ৫৫ হাজার টাকার মামলা চুরি করে নিয়ে যায়। ভুক্তভোগী আব্দুল্লাহ্ (৩২) দাবী চোরের বিরুদ্ধে থানায় লিখত অভিযোগ ও তথ্য প্রমান দেওয়া পরেও চোরকে গ্রেপ্তার করছেনা পুলিশ। উক্ত অভিযোগ উল্লেখ চোর সন্দেহকরা সজিব(৩১) পিতা: জাকির (৪৫) পূর্বে হোটেলে মেসিয়ারি করতো, পরবর্তীতে রং মিস্তিরি কাজ করতো, বর্তমানে সে কোন কাজ করেনা। সে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে থাকে। স্থানীয় সূত্রে জানাযায় তার বাবা পেশায় জেলে ছিলেন, বর্তমানে সে বেকার। চেলে সবজি (৩১) স্কুল, কলেজের বারান্দায় দেখা যায়নি, বেক্তিগত শিক্ষাগত কোন যোগ্যতা নেই। মুলত সাংবাদিকতা কোন নিউজও কখনো দেখা যায় নি। ভুয়া সাংবাদিক পরিচয়ে বিভিন্ন ধরনের অপরাধ মূলক করে বেড়ায় বেলে জানায় এলাকাবাসী। উক্ত ঘটনাকে কেন্দ্র কেরে স্থানীয় এলাকায় দোকানদার ও জনসাধারণের মোনে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় জনসাধারণ জানান বিগত দিনে এমন পদ্ধতিতে চুরি অনেক দোকানে হয়েছে। স্থানীয় এলাকায় সকল ব্যবসায়ি দোকানদার জনান,দুরুত্ব সময়ে ভিতরে চোর কে আইনের আওতায় আনা হউক। চুরির দৃষ্টিন্ত মুলক শাস্তি দাবি করে স্থানীয়রা।