
গত ১৩/০৩/২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ১৩.২৫ ও ১৫.৩৫ ঘটিকায় র্যাব- ১০ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন রেল কলোনী ও একই থানাধীন ০২ নং রেল গেট এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করে ৫১ (একান্ন) পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ (একশত) গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোছাঃ টুক্কু বেগম (৪২) ও ২। মোঃ হোসেন (২৮) বলে জানা যায়। এসময় তাদের নিকট ০২টি মোবাইল ফোন ও নগদ- ২,৩৬০/- (দুই হাজার তিনশত ষাট) টাকা উদ্ধার করা হয়।
এছাড়া একই তারিখ আনুমানিক ১৬.০৫ ঘটিকায় র্যাব- ১০ এর একই আভিযানিক দল নারায়ণঞ্জ জেলার ফতুল্লা থানাধীন চাঁনমারি এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৩০ (ত্রিশ) পুরিয়া হেরোইন ও ৩০০ (তিনশত) গ্রাম গাঁজাসহ ০৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ কামরুল হাসান (২৩), ২। মোঃ ওসমান গণি (৩৮), ৩। মোবারক খান (৩১), ৪। মোঃ বিল্লাল (৩০) ও ৫। মোঃ মামুন হাওলাদার (২৫) বলে জানা যায়। এসময় তাদের নিকট ০২টি মোবাইল ফোন ও নগদ- ৬,৫২০/- (ছয় হাজার পাঁচশত বিশ) টাকা উদ্ধার করা হয়।
এছাড়াও একই তারিখ আনুমানিক ১৯.১৫ ও ২৩.২৫ ঘটিকায় র্যাব- ১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন মনু বেপারীর ঢাল ও একই থানাধীন দক্ষিণ মুসলিমবাগ এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা কে মোট ৯৯ ক্যান বিয়ারসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের ১। মোঃ আবু তালেব (৩১), ২। মোঃ ইমরান হাওলাদার (২০) ও ৩। মোঃ আল আমিন (২৬) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০৪ টি মোবাইল ফোন ও নগদ- ২৫০০/- টাকা উদ্ধার করা হয়।
এবং একই তারিখ আনুমানিক ১৯.৪৫ ঘটিকায় র্যাব- ১০ এর একই আভিযানিক দল ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন গুলজারবাগ শামসুল্লাহ ঘাট এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ২৪৫ পুরিয়া হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যাক্তিদের নাম ১। মোঃ শামীম হোসেন (২৫) ও ২। মাঃ আল আমিন মৃধা (২৮) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০২ টি মোবাইল ফোন ও নগদ- ৫,০২০/- টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা ও কেরাণীগঞ্জসহ ঢাকা ও নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।