সোলায়মান হাসান: নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়ন মালিপাড়া গ্রামে বৃহস্পতিবার
রাত অনুমানিক ১.১৫ ঘটিকার সময় বিশেষ অভিযান চালিয়ে ৩০০০(তিন হাজার)পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী হাসান ওরফে পল্টু (৩৫) নিজ বাড়ি হতে গ্রেপ্তার হয়। পল্টু মালিপাড়া গ্রামের হাবিবুর রহমান ছেলে। উক্ত বিশেষ অভিযান পরিচালা করেন বিল্লাল শেখ অতিরিক্ত পুলিশ সুপার( খ) সার্কেল নারায়ণগঞ্জ ।
অভিযানে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন মোঃ জাকির রব্বানী ইনচার্জ তালতলা বাজার তদন্ত কেন্দ্র, এস আই মোশাররফ হোসেন, এ এস আই ইলিয়াস ও সংগীয় পুলিশ ফোর্স।
Drop your comments: