সোলায়মান হাসান (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩ই নভেম্বর সন্ধ্যা ৭ টায় বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান ও তাঁর সহধর্মিনী ডা: জোবায়দা রহমানের বিরুদ্ধে আজ্ঞাবহ আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানের প্রতিবাদে, রূপগঞ্জ থানা ছাত্রদল বিক্ষোভ ও প্রতিবাদী মশাল মিছিল করে। রাত ৮ টায় ঢাকা সিলেট মহাসড়কেন মিছিল শেষে নেতাকর্মীরা যখন নিজ নিজ বাড়িতে যাওয়ার পথে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা পেছন থেকে রাস্তার পাশে অতর্কিত হামলা করে জানায়, ছাত্রদলের আহত সদস্যরা।
হামলায় নিহত কাঞ্চন পৌরসভার ৫নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি অমিত হাসান অনিককে(২০) কে মারতে মারতে এক পর্যায়ে চলমান গাড়ীর নিচে ফেলে দেওয়া হয়।
তাৎক্ষণিক চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ রেফার করেন । ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন অমিত হাসান অনিক(২০)। উক্ত হামলায় আহত হয়েছেন ছাত্রদল নেতা আবু হানিফ,আপু মিয়া, আমির হোসেন,আব্দুল হালিম সানি, রাসেদুল মোল্লা, হৃদয় মীর, রাসেদুল ইসলাম সহ আরো অনেকে।