![InShot_20220924_170243853](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/09/InShot_20220924_170243853-scaled.jpg)
নারায়নগঞ্জ এ গ্যাসের তীব্র সংকটের প্রতিবাদে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালনসহ স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) চাষাঢ়া কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে মিছিল নিয়ে তিতাস গ্যাস জোবিঅ-ফতুল্লা এর ব্যবস্থাপক, ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জরুল হাফিজের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
সমাবেশে খেলাফত মজলিসের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ডাঃ শরীফ মোহাম্মদ মোসাদ্দেক এর সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আহমদ আলী। মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ এর পরিচালনায় এতে আরো উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সহ-সাধারণ সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, মহানগর সহ-সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ মুহাম্মাদ আওলাদ, মুফতী আব্দুল গনী, আব্বাস সিকদার, সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, ছাত্র মজলিসের মহানগর সভাপতি শরীফ মাহমুদ, খেলাফত মজলিসের জেলা আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুহাম্মাদ আব্দুল্লাহ, মহানগর প্রশিক্ষণ সম্পাদক খন্দকার মুহাম্মাদ ইউনুস, বায়তুলমাল ও ছাত্র সম্পাদক মাইদুল ইসলাম, বন্দর থানা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, মহানগর প্রকাশনা সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান, প্রচার ও মিডিয়া সম্পাদক জাহিদ হাসান, ছাত্র মজলিসের মহানগর ক্যাম্পাস সম্পাদক মুহাম্মাদ নেওয়াজ প্রমুখ।