নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলা নোয়াগাঁ ইউনিয়নে রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে সরকারের নির্ধারিত মূল্য ৫৬০ টাকায় ৭৮৫ টি পরিবার নোয়াগাঁ ইউনিয়নে টিসিবি পন্যসামগ্রি। নোয়াগাঁ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে রবিবার সকাল ১১ টায়, তালিকাভুক্ত টিসিবির পণ্য গ্রহীতারা পণ্য সংরক্ষণ করে।
নোয়াগাঁ ইউনিয়ন চেয়ারম্যান শামসুল আলম শামসু জানান, ঈদের পূর্ব সরকারি তহবিলের সকল ধরনের পন্যসামগ্রি ধাপে, ধাপে বিতরণ করা হবে।
Drop your comments: