সোলায়মান হাসান, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে সোনারগাঁও উপজেলার সাদীপুর ইউনিয়নে দীর্ঘ ১০ বছর ধরে চলছে সরকারি অনুমোদনবিহীন শিশু খাদ্য ও বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী তৈরি করার কারখানা।
১৯ শে ফেব্রুয়ারি সরেজমিনে সাদিপুর ইউনিয়নের নানাখি এলাকায় কারখানার ভিতরে দেখা মিলে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী। যাহার ভিতরে অন্যতম গরুর ভুসি দিয়ে তৈরি নাড়ু। কারখানার মালিক হাফিজ উদ্দিনের স্ত্রী বলেন, আমরা দীর্ঘদিন ধরে এ ব্যবসা করে আসতেছি, আমার স্বামী হাফিজ উদ্দিন এই ব্যবসা পরিচালনা করেন। ঢাকা চকবাজার সহ সোনারগাঁও উপজেলার বিভিন্ন স্থানে আমাদের পণ্য সাপ্লাই করা হয়। আমাদের ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স রয়েছে। বি এস টি আই অনুমোদন আমাদের নেই, মিথ্যা কথা বলবো না। আর বাকি কি কাগজপত্র আছে আমার স্বামী বলতে পারে।
স্থানীয় এলাকার জনসাধারণ জানায়, দীর্ঘ ১০ বছর ধরে এই কারখানা তারা পরিচালনা করছে। ইতিপূর্বে কারখানা মালিক হাফিজ উদ্দিন, ঘর ভাড়া নিয়ে কারখানা চালাতো। বর্তমানে জমি ক্রয় করে ভবন নির্মাণ করে নিজভবনে কারখানা পরিচালনা করছে। মাঝে মাঝে প্রশাসনের এসে দেখি চলে যায়, কারখানার ভবনের গেট সব সময় তালাবদ্ধ থাকে কাউকে ঢুকতে দেওয়া হয় না। ভিতরে কি হচ্ছে বুঝার কোন উপায় নেই। আমরা আশেপাশে বসোবাস করি তাই কারখানার মালিক হাফিজ উদ্দিন এর ভয় মুখ খুলতে পারিনা।
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ্ আল মাহফুজ বলেন বিষয়টি আমার জানা নেই, বর্তমানে জানতে পারলাম তদন্তে ব্যবস্থা গ্রহণ করব।