সোলায়মান হাসান, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়বাদী আন্দোলন বিএনএম দলের মনোনীত প্রার্থী,
এ বি এম ওয়ালিউর রহমান খাঁন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সোনারগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ নির্বাচনী প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন।
৩১শে ডিসেম্বর জামপুরে ইউনিয়নের বুরুমদী খানবাড়ি নিজ এলাকায় নির্বাচনী গণসংযোগ ও প্রচারণের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ক্ষমতাসীন দলের প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধি প্রতি পদে পদে ভঙ্গ করছে। নির্বাচনী এলাকায় বিভিন্ন স্থানে আমার ব্যানার পোস্টার ছিড়ে ফেলছে, এটা একমাত্র ক্ষমতাশীল দলের লোকেরাই করছে বলে আমি ধারণা করছি। এখন পর্যন্ত নির্বাচনী প্রচারণায় কোন বাধা সৃষ্টি হয়নি । নির্বাচন কমিশন থেকে আমাদের জানিয়েছে সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। শেষ পর্যন্ত কি হবে, সে সম্পর্কে আমার ধারণা নেই। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সোনারগাঁ উপজেলা সংসদ সদস্য প্রার্থী হিসেবে নোঙ্গর মার্কা নিয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছি। নির্বাচনের তফসিল ঘোষণার তিনদিন আগে আমার দলকে অনুমোদন দেয়াহয়।নির্বাচনের পূর্বে অল্প সময়ের ভিতরে অনুমোদন দেয়ার কারণে, আমার উপজেলায় দলীয় কমিটি গঠন, নির্বাচনী কমিটি গঠন ও গণসংযোগ প্রচার-প্রচারণায় আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সোনারগাঁও উপজেলার জনসাধারণ পরিবর্তন চায়, নতুন মোখ চায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন মুখ হিসেবে আমাকে জনসাধারণ সাদর গ্রহণ করে নিয়েছে। সুষ্ঠু পরিবেশে ভোট হলে আমি আশাবাদী জনসাধারণ আমাকে বিপুল ভোটে জয় যুক্ত করবে।
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে,৭ ই জানুয়ারি রবিবার, সোনারগাঁ উপজেলার সকল স্তরের মানুষের কাছে দোয়া ও নোঙ্গর মার্কায় ভোট চাই।