সোলায়মান হাসান, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার আসন্ন ১২ই জুন ২০২৩ অনুষ্ঠিত হবে আড়াইহাজার পৌরসভা নির্বাচন। আড়াইহাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের নাগেরচর ঈদগাহ মাদ্রাসা ভোট কেন্দ্রের বেহাল দশা, ভোট কেন্দ্র হিসেবে এর পরিবেশ অনুপযোগী বলে জানিয়েছেন স্থানীয়রা। দ্রুত সময়ের ভিতরে ভোট কেন্দ্রের মেরামত করা দরকার। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা জানিয়েছেন, আমরা ভোটকেন্দ্রটা পরিদর্শন করে, স্থানীয় আড়াইহাজার উপজেলার নির্বাচন কমিশন কমকর্তা, UNO, এমপি মহোদয় কে বিষয়টি অবগত করিব।
আড়াইহাজার উপজেলার প্রধান নির্বাচন কমিশন কমকর্তা বলেন, খোঁজ পাওয়া মাত্র ভোট কেন্দ্রটি পরিদর্শন করেছি । ভোট কেন্দ্রর অবস্থা খুবই জরজীর্ণ। ভোট গ্রহণের মত পরিবেশ নাই। আড়াইহাজার পৌরসভার ৫ নং ওয়ার্ডের নাগেরচর ঈদগাহ মাদ্রাসা কেন্দ্রে ভোটগ্রহের পূর্বে ভবনটি সংস্কার কাজ করতে হবে।