December 12, 2024, 5:57 am
সর্বশেষ:
বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত বিজয়ের মাস উপলক্ষে আমিরাতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত কুড়িগ্রাম জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শনে রংপুর রেঞ্জ ডিআইজি বান্দরবানে ডাকাত আতংকে নিরাপত্তাহীনতায় সাধারণ জনগণ চট্টগ্রাম নগরীর মোহরা ওয়ার্ড জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কোতোয়ালী থানা আলকরণ ওয়ার্ড জামায়াতের উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালী মহিপুরে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার লোহাগাড়ায় জয়িতা সম্মাননা পেলেন ডাঃ তাহমিনা সোলতানা ডেজি চুয়াডাঙ্গায় বিদেশি মদ ও ফেন্সিডিলসহ একজন আটক

নারায়ণগঞ্জে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

  • Last update: Tuesday, December 10, 2024

সোলায়মান হাসান : দৈনিক কালবেলার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ ও দৈনিক নয়াদিগন্তের সাংবাদিক শফিকুল ইসলাম মীরের ওপর হামলা, নির্যাতন, গুলিবর্ষণের প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সোনারগাঁয়ের স্থানীয় সাংবাদিকরা।

 

মঙ্গলবার (১০ডিসেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সোনারগাঁয়ে কর্মরত স্থানীয় সাংবাদিকরা এ কর্মসূচিতে অংশ নেন।  কালবেলা’র সোনারগাঁ প্রতিনিধি রুবেল মিয়ার সঞ্চালনায় ও মানবকন্ঠ পত্রিকার সাংবাদিক আব্দুস সাত্তার প্রধানের সভাপতিত্বে সোনারগাঁয়ে কর্মরত সাংবাদিকদের ব্যানারে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন- দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি মনিরুজ্জামান মনির,যুগান্তরের স্টাফ রিপোর্টার আল-আমিন তুষার, নয়াদিগন্তের সোনারগাঁ প্রতিনিধি হাসান মাহমুদ,দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক মাহবুব আলম সুমন, রিপন,সমকাল পত্রিকার সাংবাদিক শাহাদাত হোসেন রতন দৈনিক বর্তমান পত্রিকার সাংবাদিক ফরিদ হোসেন, , বাংলাদেশ প্রতিদিন ও আনন্দ টিভির সাংবাদিক মাজহারুল ইসলাম, সাংবাদিক গাজী মোবারক, বিজয় টিভির সাংবাদিক দ্বীন ইসলাম অনিক। এছাড়া মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন,দৈনিক জনকন্ঠের সাংবাদিক ফারুক, আজকের পত্রিকা ও ৭১ টিভির সাংবাদিক শেখ ফরিদ,সাংবাদিক মোকাররম মামুন, দৈনিক খবরের কাগজের সাংবাদিক ইমরান হোসেন, দৈনিক বাংলাদেশের খবরের সাংবাদিক সজীব হোসেন,ভোরের পাতার সাংবাদিক মশিউর রহমান, দৈনিক জাগরণের সাংবাদিক এরশাদ হোসেন অন্য, সাংবাদিক মনির হোসেন, সিরাজুল ইসলাম সিরাজ, আনোয়ার হোসেন,শাহজালাল, হোসেন, সোলায়মান হাসান, ফারুক হোসেন, আক্তার হোসেন, তুহিন আহমেদ, শাহিন সাকি, তৌরব হোসেন,ডালিম হোসাইন, আরাফাত হোসেন সিফাত, মো:রিপন, ফাহাদুল ইসলাম, পারভেজ হোসেন,ইয়াকুব হোসেন,সামির সরকার, কামরুল ইসলাম পাপ্পু, মাসুদ মিয়া, উজ্জ্বল হোসাইন মাসুম, মোক্তার হোসেন, প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম।আর এই গণমাধ্যম কর্মীরা এখন দেশে সবচেয়ে অনিরাপদ। আপনারা জানেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাংবাদিকরা আজ চরম নিরাপত্তানহীনতায় ভুগছেন। রূপগঞ্জে এখনো সন্ত্রাসী, চাঁদাবাজি, জমি জবরদখল, নৈরাজ্য করা হচ্ছে। ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও তাদের ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে হবে। অন্যথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে একাধিকবার অভিযান চালানো হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। উল্লেখ্য, সংবাদ প্রকাশ করায় গত ১৭ নভেম্বর দৈনিক কালবেলা পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদের ওপর হামলা ও গত ১ ডিসেম্বর তার বাড়িতে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে।  গত ২৯ নভেম্বর দৈনিক নয়াদিগন্ত পত্রিকার রূপগঞ্জের কাঞ্চন শিল্পাঞ্চল প্রতিনিধি শফিকুল ইসলাম মীরের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC