মসজিদ, মন্দির ও গির্জাসহ উপসনালয়ের এসি একেবারে বন্ধ নয়, নামাজের সময় চালু থাকবে। নামাজের আগে ও পরে এসি বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
সোমবার (১৮ জুলাই) সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি সংকট কাটাতে ও বিদ্যুৎ সাশ্রয়ে মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এক সপ্তাহ এলাকাভিত্তিক লোড শেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। একই সাথে রাত আটটার পর মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। না মানলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এক ঘণ্টা করে দেয়া হবে লোডশেডিং। তবে পরিস্থিতি সামলাতে না পারলে এই সময় বৃদ্ধি করে দুই ঘণ্টা করার পরিকল্পনা আছে।