নাটোরে মাদকদ্রব্যের আলামতসহ ৩১জন মাদকসেবীকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাত সাড়ে ৯টায় শহরের মল্লিকহাটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, সিপিসি-২ (নাটোর) র্যাব-৫ এর একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার এএসপি মোঃ রাজিবুল আহসানের নেতৃত্বে সোমবার রাত সাড়ে ৯টার সময় নাটোর জেলার সদর থানাধীন মল্লিকহাটি গ্রামস্থ এলাকয় অভিযান পরিচালনা করে। মাদক সংরক্ষণ, বিক্রয় ও প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে ৫ গ্রাম গাঁজা, কলকি, কাঠের টুকরা, ৩টি গ্যাস লাইট, কাটার, ২১টি মোবাইল ফোন, ৩২টি সিম কার্ড, ১৩টি মেমোরি কার্ড ও ৪৫০০ টাকাসহ ৩১জনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন এলাকা হতে এসে ওই স্থানে একত্রিত হয়ে মাদক সেবন করছিল। উপরোক্ত ঘটনায় নাটোর জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে বলে কোম্পানি কমান্ডার এএসপি মোঃ রাজিবুল আহসান জানান।