নাটোর শহরের কান্দিভিটুয়া এলাকায় দুই পুলিশ সদস্যকে পিটিয়েছে ছাত্রলীগ। বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুর একটার দিকে এই ঘটনাটি ঘটে।
আহতদের দুজনকে প্রথমে নাটোর সদর হাসপাতাল ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের দেখতে যান। আহতরা হলেন, কনস্টেবল হাসিব উদ্দিন ও সেলিম রেজা। তারা দুজনই নাটোর পুলিশ লাইনস এ কর্মরত রয়েছেন।
পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, দুই পুলিশ সদস্য পুলিশ লাইনস থেকে মোটরসাইকেলযোগে শহরে কাজে এসেছিল। এ সময় কান্দিভিটুয়া এলাকায় ভিড়ের মধ্যে পুলিশ সদস্যের মোটরসাইকেলের সাথে নাদিম নামে এক ছাত্রলীগ কর্মীর মোটরসাইকেলের ধাক্কা লাগে। পরে নাদিমসহ তার ৮-১০ জন সহযোগী পুলিশ সদস্যদের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে দুই পুলিশ সদস্যকে পিটিয়ে ও ইট দিয়ে মাথায় আঘাত করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কনস্টেবল সেলিম রেজাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এদিকে ঘটনার পরই হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। তাদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে তাদের আটক করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।