ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেন, সরকারবিরোধী আন্দোলন শুরু করলে সার্চ কমিটি থাকবে না, এক ধাক্কায় অন্য কোথাও চলে যাবে। এই কমিশন কার কথা শুনবে, এই নাটক বন্ধ করুন। এই নাটক বন্ধ করে বিদায় নিন। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করুন।
তিনি বলেন, সরকারের যে সকল মন্ত্রী সচিবালয়ে বসেছে, এদেশের জনগণ তাদের সেখান থেকে বের করে নিয়ে আসবে। সে জন্য আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি
সোমবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। গণতন্ত্র পুনরুদ্ধারে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে সভার আয়োজন করে ৯০ এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য।
আলোচনা সভায় আরো উপস্থিতি ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ন মহাসচিব খাইরুল কবির প্রমুখ, সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ।