বাসুদেব বিশ্বাস,বান্দরবান: বান্দরবানবাসীর জন্য “ নাগরিক সেবা ” নামে একটি এ্যাম্বুলেন্স চালু করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের রেস্ট হাউস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ্যাম্বুলেন্সটির উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মো.আবুল কালাম, মো.নাছির উদ্দিন, মাধবী মারমা,খুরশিদা ইসহাক, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু ও বিভিন্ন সরকারী দফতরের উর্ধতন কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরাসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।