নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য জামফারার কয়েকটি গ্রামে সশস্ত্র দস্যুদের হামলায় দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন। গতকাল স্থানীয় বাসিন্দারা এ তথ্য জানান।
আজ রোববার রয়টার্স জানায়, চলতি সপ্তাহে দস্যুদের গোপন আস্তানায় সামরিক বাহিনীর বিমান হামলার ঘটনায় প্রতিশোধ নিতে তারা গ্রামবাসীদের ওপর বর্বরোচিত এ হামলা চালায়।
গ্রামবাসীরা রয়টার্সকে জানান, মরদেহগুলো গণকবরে সমাহিতের জন্য সেনাবাহিনী স্থানীয় সম্প্রদায়ের খোঁজ করার পর শনিবার তারা গ্রামগুলোতে প্রবেশাধিকার পান।
যদিও রাজ্য সরকার বলছে, দস্যুদের হামলায় মোট ৫৮ জন নিহত হয়েছেন।
হামলায় স্ত্রী ও ৩ সন্তান হারানো উম্মারু মাকেরি বলেন, ‘ইতোমধ্যে ১৫৪ জনের মরদেহ দাফন করা হয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন, নিহতের সংখ্যা অন্তত ২০০।’
রয়টার্স গত শুক্রবার জানায়, জামফারার আঙ্কা এলাকায় দস্যুদের হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। এর আগে, মঙ্গলবার থেকে মোটরসাইকেলে করে ৩ শতাধিক সশস্ত্র দস্যু ৮টি গ্রামে ঢুকে হামলা চালায়। নাইজেরিয়ায় সামরিক বাহিনী জানায়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে গত সোমবার ভোরে জামফারার গুসামি বন এবং পশ্চিম সামরে গ্রামে দস্যুদের গোপন আস্তানায় বিমান হামলা চালানো হয়।
সেসব বিমান হামলায় শতাধিক দস্যু নিহত হওয়ার দাবি করেছে সেনাবাহিনী।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী রয়টার্সকে বলেন, ‘গ্রামে দস্যুদের হামলার সঙ্গে সামরিক হামলার যোগসূত্র থাকতে পারে।’