নাইজেরিয়ায় মসজিদে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন ওআইসির (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) মহাসচিব ইউসেফ আল-ওথাইমিন।
দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আডামাওয়ার মুবি এলাকার একটি মসজিদে নামাজ পড়া অবস্থায় মুসল্লিদের ওপর দুই দফা সন্ত্রাসী হামলায় ২৭ জন নিহত হয়েছেন। খবর আরব নিউজের। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। জঙ্গিগোষ্ঠী বোকো হারাম এ হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
এক বিবৃতিতে ওআইসি মহাসচিব এ হামলায় জড়িত সন্ত্রাসী গোষ্ঠীর তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে নিহত মুসল্লিদের পরিবারবর্গকে সমবেদনা জানিয়েছেন। তিনি দেশটির সরকার ও নাগরিকদের ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস মোকাবেলার আহ্বান জানান।
ওআইসির মহাসচিব আরও বলেন, এসব সন্ত্রাসী চক্র গোটা অঞ্চলটিতে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি করেছে। এসব সন্ত্রাসীকে দমনে নাইজেরিয়ার সরকারের পদক্ষেপকে ওআইসি সমর্থন করবে বলেও জানান তিনি।