নাইজেরিয়ায় বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে সাত আরোহীর সবাই নিহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার সকালে আবুজা বিমানবন্দরের কাছে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।
সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ইঞ্জিন বিকল হয়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে। ছবিতে দেখা গেছে, বিধ্বস্ত হওয়ার সময় এটি পুড়ে গেছে। অপহরণের শিকার ৪২ নাগরিককে উদ্ধারে আবুজা থেকে বিমানটি উত্তরাঞ্চলীয় রাজ্য মিনায় যাচ্ছিল। পথে ইঞ্জিন বিকল হয়ে পড়ার পর এটি বিধ্বস্ত হয় বলে টুইটারে জানিয়েছেন নাইজেরিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র এয়ার ভাইস মার্শাল ইবিকুনলে ডারামোলা।
এ ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন চিফ অব এয়ার স্টাফ। প্লেনটি বিধ্বস্ত হওয়ার পর একাধিক টুইটে নাইজেরিয়ার বিমানবাহিনী জনগণকে শান্ত থাকতে ও তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করতে অনুরোধ জানিয়েছে।
Drop your comments: